বাল্য পেরিয়ে,কৈশোর শেষে
উত্তরপ্রান্তে তৈরী হচ্ছিলাম আমি
আর,
দক্ষিণপ্রান্তে তুমি,
চৌম্বকের দুই মেরুর মত
আকর্ষণ বলের বিরুদ্ধে
যেতে পারিনি ।
প্রকৃতি আমাদের এক করে
আবার সরিয়ে দেয়ার শ্রেষ্ঠ
পাপটাই করলো !
তোমার বলা ছোট ছোট শব্দগুলো
একের পর এক সাজিয়ে
উপন্যাস গড়ে ফেলেছে
আমার স্বত্তা,
পূর্বাভাস ছাড়াই এসে
আমার অস্তিত্বের যে-
দূর্যোগ তুমি ঘটিয়েছো
তার দায়ভার কে নেবে?
পরিশেষে এর কোনো
উত্তর তোমার কাছে নেই,
সবই নিয়তির দোষ ভেবে
একটা আরজি রেখে যাচ্ছি,
আমার দামী অনুভূতি আর
স্পর্শগুলো সযত্নে আজীবন
কবর দিয়ে রেখো
তোমার ভেতরে..!
আর আমি নাহয়
স্বপ্ন ভেবেই পূজো দিয়ে যাবো
অদৃশ্য কোনো স্বত্তাকে,
যাকে আমি একটা রক্তজবা
দিয়েছিলাম..!