ক্ষমাপ্রার্থী
রেজাউল করিম আরবি


শত হাজার বছরে করেছি
কত অন্যায়-পাপ,
এখন অনেক আয়োজন চতুর্দিক
চাচ্ছি আমরা মাফ।
মানুষ মরছে,মরছে আজ,ক্রমে
পৃথিবী হচ্ছে সাফ,
চারিদিকে হাহাকার আর বিলাপ
মুখে বাপরে বাপ ‌।
মুসলিমদের করতে বধ করেছিল
যারা নীল সন্ধি,
দেখো আজ,আজ দেখো সবাই
তারাই গৃহবন্দি।
গুলি ক্ষেপণাস্ত্র আজ দেখো
আসছে না কাজে,
আল্লাহর গজবে আজ আমাদের
অবস্থা অনেক বাজে।
হাহাকার ধ্বনিতে প্রকম্পিত আজ
দেখো দিক-বেদিক,
অনাহারে আজ মানুষ,দেখো তুমি
নাজেহালে ছুটছে চতুর্দিক।
অপরাধীর সাথে সাজা পাচ্ছে
মাজলুম-নিরাপরাধীরাও,
শহীদের মরণ তাদের,প্রিয় নবী
বলে গেছেন তাও।
তবুও চাই না এত দুঃখ-কষ্ট
পারছি না আর,
কেড়ে নিচ্ছ কেন তুমি বলো
অসহায়ের আহার।
অপরাধে অপরাধী নিরাপরাধ না
আজ আমরা কেউ,
তবুও বলি, তুমি ক্ষমাশীল
নাহয় মাফটা দেও।
প্রিয় নবীর প্রিয় নগরী,প্রিয় তোমার
প্রিয় নগরী মদীনা,
সেখানেও হাহাকার, কোনো মানুষ
আজ আর দেখি না।
আদমকেও তুমি করেছিলে মাফ
জন্যে নবীর ছিফত,
আমাদেরকেও মাফ কর প্রভু
আমরাই তার উম্মত।
আমরা তোমার প্রিয় হাবিবের
উম্মত আমরা পাপী,
তবুও তুমি মাফ কর, সিজদায়
ইয়া সাফি,ইয়া মাফি।
ছোট-বড় পাপের সমাহার,
তবুও বলি বান্দা তোমার,
মাফ করো তুমি আবার।



সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুধু এটাই বলবো-
গ্রেনেড-রাইফেল ফেলে
গৃহবন্দি হলাম শেষে,
একটু জিরোয়,আবার নাহয়
দেখা হবে সুস্থ পরিবেশে।