মাঝি
রেজাউল করিম আরবি


এই যে মাঝি, শুনছো নাকি
যাচ্ছো বলো কই?
কদিন হলো দিচ্ছো ফাঁকি
ভাটিয়ালি শোনার আশায় রই।


ডেকো না আমায় আর
আজ বস্তা ঠেসেছি নায়ে,
দেখ,হেমন্ত এসেছে আবার
খুশি বইছে গাঁয়ে।


ভাটিয়ালি শুনবো বলে
তোমার পানে চেয়ে রই,
আর হাসি-ঠাট্টার ছলে
খাব তোমার নায়ের খই।


কদিন হলো জ্বর-কাশিতে
গলায় নেই কো সুর,
সাঁঝের বেলায় হবে আসিতে
বাজার অনেক দূর।


অন্য বেলায় নাহয় শুনাবো
তোমায় আপন সুর,
সন্ধ্যে হলে ভারী বিপদ
ঘাটে উঠেছে চোর।


তাই যাও ভাই তাড়াতাড়ি
শুনবো নাহয় পরে,
সময় খেলাম করে বাড়াবাড়ি
দিও ক্ষমা করে।


লেখা-লেখিতে নতুন, কেমন হয়েছে জানাবেন একটু।