তুমি আমাকে ঘৃণা করো
জানতে চাইলে না
আমি তোমাকে ভালোবাসি কি না
তুমি আমাকে অস্পৃশ্য ভাবো
জানতে চাইলে না
আমি তোমাকে স্পর্শ করতে চাই কি না
তুমি আমাকে অহংকারী ভাবো
জানতে চাইলে না
আমি তোমাকে কুলাঙ্গার ভাবি কি না
তুমি আমাকে অমানুষ ভাবো
জানতে চাইলে না
আমি তোমাকে পশুও ভাবি কি না
তুমি আমার মৃত্যু চাও
জানতে চাইলে না
তোমার জন্ম না হলে
পৃথিবীর কিছু মানুষের মানসপটে
কষ্টের আঁচড়ের দাগ
কয়েক হাজার কম হতো কি না।