আজো বসে থাকি সুরমার তীরে
মান ভুলে যদি সে আসে ফিরে
বাঁধবো মোরা ছোট্ট সুখের ঘর।।


আসতে যেতে পার হলো কত জনাই
যারে খুঁজে মরি শুধু তাহার দেখা নাই।।
কেমনে বুঝাই বলো তারি লাগি কাঁদে এ অন্তর...


বাঁধবো মোরা ছোট্ট সুখের ঘর……


মাসের পর মাস বছর পেরিয়ে বছর
বসে ঘাটে রই একা পাইনা তার খবর।।
নয়ন জলে দিবানিশি কত চিঠি লিখে বসি
সুরমা'র বুকে দিলাম ভাসি না পাইলাম উত্তর...


বাঁধবো মোরা ছোট্ট সুখের ঘর
আজো বসে থাকি সুরমার তীরে
মান ভুলে যদি সে আসে ফিরে
বাঁধবো মোরা ছোট্ট সুখের ঘর।