সুকৌশলী খেলোয়াড় হয়তোবা নন তিনি তবুও দলনায়কের আস্থাভাজন, মাঠে তার-
বিশেষ কোন নিপুণতা দৃষ্টিগোচর হয়নি কারও,
তার নামে একটি বারের জন্যেও কলধ্বনির-
ঝংকার উঠেনি কোথাও.....


নির্বোধের ন্যায় উদ্দাম ছুটাছুটি,
বল দু-একবার তার পায়ে স্পর্শ করাতে-
সক্ষম হয়েছেন কিনা সে সম্পর্কে স্পষ্ট  ধারণা-
নেই কারও......


খেলা হলো শেষ,ভাসা হলোনা বিজয়ের উচ্ছ্বাসে
কোন দলেরই,কারও কারও মুখে বিষন্নতার ছাপ- স্পষ্ট,শুধু আত্মতৃপ্তির নির্মল প্রশান্তি নিয়ে বসে আছে নির্ভার "অমল"............


ক্যাপটেন এলেন কথা বললেন,পরাজয় এড়ানোর-
কৃতিত্ব দিলেন সেই 'অমল'কেই,
হতবাক সকলেই………


একজন সাংবাদিক বলে উঠলেন, ক্যাপ্টেন-
এমন একজনের নাম করলেন তাকে'তো আমরা
খেলতেই দেখেনি!


ক্যাপ্টেন মৃদু হেসে বললেন,তাকে খেলার কথা'তো হয়নি বলা,সে শুধু তার দায়িত্বটুকুই পালন করে সর্বদা,
দল হারলো কি জিতল সেটা অমলের কাজ নয়,
প্রতিটা শুরুর আগেই অমলের সরল প্রশ্ন ক্যাপ্টেন-


"আমি কার গার্ড"


দলনেতা প্রতিপক্ষের সেরা খেলোয়ার নির্বাচন করে দেন,ব্যাস্ অমল বুঝে নিয়েছে,তার কাজ একটাই ক্যাপ্টেন নির্দেশিত সেরা খেলোয়ার যেন বল না ধরতে পারে,দায়িত্ব পালনে দৃঢ় প্রত্যয়ী অমল,
নিরলস ভাবে তার কাজটুকুই করে যায় সর্বদা-
আর এখানেই সবার থেকে আলাদা "অমল"


আহ! আমরাও যদি বোকা অমল হতে পারতাম-
আমরাও যদি স্বীয় কর্তব্য পালনে নিষ্ঠাবান হয়ে
বলতে পারতাম "ক্যাপ্টেন"
       ……………………………… "আমি কার গার্ড "