ভালোবাসি বলবার আগে কতইনা ভালো ছিলাম
অধিক পাওয়ার আশায় আজ একাই হয়ে গেলাম,
যবে থেকে  লাগলো ভালো সবি হলো এলোমেলো
সাজানো বাগান আমার নিমিষেই হয় অগোছালো।


কে জানতো তোর এই মিষ্টি মধুর হাসির আড়ালে
দহনের তীব্রতায় পুড়িবার ভয় রবে হাত বাড়ালে,
বুঝতে ছিল অনেক বাকী পড়তে হবে ভীষণ ফাঁদে
প্রেমের জালে আটকা পড়ে বিরহী মন একলা কাঁদে।


সবুজ মনে বিষের জ্বালা তোর'ই প্রেমে প্রাণ উতলা
বাসরে ভালো এই আমারে আয়রে তুই এই নিরালা,
শূন্য বাগান শূন্য মালি আয়রে কাছে আয় বুলবুলি
মান ভুলে আজ আয়রে দুজন মিষ্টি মধুর সুর তুলি।