ওরে ও  নীল আকাশের মুক্ত পাখি
উড়ে যা, যা উড়ে তুই তাহার দ্বারে,
চুপি চুপি বলিস গিয়ে তাহার কানে
তার বিরহে মন আমার কেমন করে।।


দশ চিঠির আসে একটির জবাব
এই দিয়ে মিটে কি মনের অভাব।।
চিঠির মাঝে কী আর হয় সব বলা
এই কথা বুঝাই তারে কেমন করে-


তার বিরহে মন আমার কেমন করে…


আজ আসি কাল আস মিথ্যে ছলে সে
আসিলনা ফিরে আর বারোটি মাসে।।
আমি যে অবলা কি করি একেলা
এই কথা বুঝাই তারে কেমন করে……


তার বিরহে মন আমার কেমন করে...


ওরে ও  নীল আকাশের মুক্ত পাখি
উড়ে যা, যা উড়ে তুই তাহার দ্বারে,
চুপি চুপি বলিস গিয়ে তাহার কানে
তার বিরহে মন আমার কেমন করে।