তুমি কি দেখেছো সেই মেয়েটিকে?
হয়ত কোন পল্লীবালা
পড়নে তাহার আকাশি রঙের বোরখা,
স্কার্পে আবৃত অবয়ব-
তার ফাঁকে জ্বলজ্বল করে জ্বলছে-
কজ্জল মেঘের মতো-
এক জোড়া ডাগর কালো আঁখি।


চাহনি ভরা তার পূর্ণ নিবেদন
নয়ন পানে তাকালেই-
বক্ষ মাঝে ঘটে অগ্নি স্ফুরণ,
চকিত হল দেখা
নিমিষেই যেন কাড়িল এ মন।
কে জানিস তাহারে,
বলিস পরান আজও কেঁদে মরে।


উচাটন মনে জাগে ক্ষণে ক্ষণে
দিবস-জামি স্মৃতি-
তার অঙ্কিত রয় হৃদয় গহীনে,
কে আছিস তোরা
বলিস তাহারে গিয়ে,চির-জনমের-
তরে নাই হলো,
বারেক দেখিতে চাই ক্ষণিকের তরে।