এবার ঘুম ভাঙতেই হবে...…
তন্দ্রাচ্ছন্ন চোখের পাতায় ফুটো করে রশি বেঁধে টেনে
জাগিয়ে রাখতে হবে,নিশাচর যেন আর ঘর দোর ঝেরে সর্বশান্ত করার উন্মত্ততায় লিপ্ত হতে না পারে।
অলস বিছানা ছেড়ে জাগো এবার সবে।


নেই চোরের ধর্ম জানে সকলেই
আপন পর ভেদ নেই যে তার কিছু,অন্যের গোলা খালি করে ভরে আপন গোলা,নিজে লুটে আরও আনে ভিনদেশী লুটেরা,প্রতিবাদ চাই,জাগতেই-
হবে এবার,কিছুতেই হারানো যাবেনা খেই……


জাগো…
ঘুমে নয়,জাগরণে নূতন ভোরের সোনালি স্বপন দ্যাখতে হবে,দেখাতে হবে,জাগাতে হবে মাঝ গাঙে বৈঠা ভাঙা মাঝির ভয়ার্ত দু’চোখে বেঁচে থাকার
স্বপ্ন ক্ষুধা।


জলেই ভয় তার উপর আছে বুভুক্ষু কুমিরের দল, তবু্ও ঝাঁপ দিতে হবে অথৈ জলে, লড়াই করতে
হবে,বেঁচে থাকার লড়াই,তাতে আর যাই হোক
মৃত্যুর কাছে অসহায় আত্মসমর্পণ করার অপবাদ'তো ঘুচানো যাবে..…


ভয়ে নয়,তাড়া খাওয়া নেড়ি কুকুরের মতো আর
দৌড় নয়, বলিষ্ঠকণ্ঠে বলতেই হবে আত্মার
স্বাধীনতা একান্তই আমার…।


জাগো, তিমির রাত্রি পেছন ঠেলে দীপ্তিময় সোনালি
ভোরের স্নিগ্ধ আলোয় নূতন দিনের প্রত্যাশায়।