সেইদিনের সেই বিদায়ে….
রিক্সায় পাশাপাশি দু'জন বাহুবন্ধনে আবদ্ধ
কখনো আবার হাতে রেখে হাত, কথার ফুলঝুরি-
মনের ভেতর প্রলয় ডঙ্কা তখনো উঠেনি বাজি,
ভুলেই গিয়েছিলাম তুমি চলে যাচ্ছ বহুদূরে !
তোমার হাসি মাখা মুখ,তোমার আলতো পরশের
উষ্ণতায় রেখেছিলো সকল বিষাদ ভুলিয়ে...…!


ভাবতেই পারিনি কখনো এমন,কে ভাববে বলো?
এভাবেও কী চলে যাওয়া যায়……?


না ! তোমার কোন দোষ ছিলোনা, বলেই রেখেছিলে
হয়তো আমাদের দেখা হবেনা আর কোনদিন!
বিশ্বাস করিনি সেই দোষটুকু আমারই……


একটা প্রশ্ন আজো জাগে মনে-
বিদায় বেলায় চোখে চোখ রেখে যেতে পারবেনা  
বলেই কী সেইদিন আমার কবিতার পান্ডুলিপিটা
তুমি ইচ্ছে করেই ফেলে দিয়েছিলে,না কী-              
অজান্তে হারিয়ে যায় আমার ভালোবাসার সকল
সুখ-দুঃখ গাঁথা কাব্য কথা!!!


রাস্তার ঠিক মাঝ পথে রিক্সা দাঁড় করিয়ে বলেছিলে
তুমি যাও খুঁজে দ্যাখো কোথাও পড়ে আছে হয়তো,
সেই যে শুরু হলো ছুটে চলা, আজও ছুটছি,না-  
পেলাম পান্ডুলিপি না পেলাম ফিরে এসে তোমার
অস্তিত্ব,শূন্য পড়ে আছে স্টেশনের ফাঁকা ময়দান,
এতক্ষণে বুঝতে পেরেছি এ শূন্যতা আমার বুকে
ঠাঁই করে নিলো চিরকালের মতো……


আকাশের পানে তাকিয়ে শুধু একটিই প্রশ্ন ছুঁড়েছি বারবার, এভাবেও কী চলে যাওয়া যায়……?