অঝোরে নামছে বারি
এই নিশির গহীন আঁধারে,হৃদপিণ্ডের-
ঝাঁকানি ঝরায় ফোঁটা ফোঁটা রক্ত কণিকা
নির্দয় তাচ্ছিল্যের বিকৃত চাওনি পোড়া ঘা'য়ের-
ক্ষত আবারও মনে করিয়ে দিয়ে গেল পলকে!
গরীব কী আর হয় মানুষ?


শুকনো লংকার ঝাঁজ কমেছে হয়তো,তাই
উচ্চমূল্যেও বড় বাবুদের মুখে অকার্যকর!


খেটে খাওয়া মজুর বুঝে একমুঠো শুকনো মরিচের
ঝালে কত রক্ত পানি হয়ে ঝরে যায় নিরবধি,কে
রাখে অসহায় প্রাণের নুন্যতম খবর?