অনিয়ম আর উশৃংখলতা দেখে শিক্ষা হয়না কারও
এ জাতির ভাগ্যে আছে অনেক দুঃখ সওয়া আরও,
           কাঁদে অসহায় নিপীড়িত জনতায়
           সহায়হীন প্রাণ তড়পায় যাতনায়,
পরও কষ্টে নির্বিকার রয় যে দিনশেষে দুর্ভোগ তারও।


অত্যাচারী আর নির্মমতায় যাচ্ছে করে বাজি মাত
অসহায় আর দুর্বলের ভীরু প্রাণ কাঁদে দিনরাত।
       চারিদিকে দ্যাখছে বসে কত সবল প্রাণ
       তারাও যেন সুর মিলিয়ে গায় একই গান,
ছিন্ন প্রাণের বাঁচার ক্ষুদ্র দাবীর হয় মৃত্যু অপঘাত।


দিন যায় সময় বদলায় খুলেনা তবু অভাগীর বরাত
অধিকার কী কভু পায় প্রতিষ্ঠা ললাটে রেখে হাত?
       জাগো জাতি নিপীড়িত যত নিরীহ প্রাণ
       দাও সারা শোন ঐ এলো মক্তির আহ্বান,
খঞ্জর মেরে জিঞ্জির খোলে উদ্দাম ছুটে ঐ সওগাত।


সাধারণের টাকা কৌশলে যারা পকেট করছো ভারী
পাপের তাপে নিঃস্ব হবে তুমি করবে সদা আহাজারি
      এলো ঐ নয়া কাণ্ডারি ঘটাতে পাপ বিনাশ
      জনমনে আন চির প্রশান্তির নির্মল সুবাতাস,  
আপন প্রতাপে ধ্বংস করো জুলুমবাজের বাহাদুরি।


কী আছে আর জীবন হতাশার রইবে কি আর ভবে
বীরের মরণ তুমি করো বরণ অনন্তকাল বেঁচে রবে,
     অত্যাচারীর মুখে মার লাথি বলবে সবে ধন্য
     মজলুম নিপীড়িতের হৃদে হবে তুমি চির গণ্য,
ন্যায় প্রতিষ্ঠায় বিপ্লবী জন হৃদয়ের মনিকোঠায় রবে।