কাঁকালে কলসি চাপিয়া
হেলিয়া দুলিয়া সে যায়,
ভীরু ভীরু কদম তাহার
পেছন ফিরে নাহি চায়।


রূপ কুমারী কে গো তুমি
কোন গাঁয়ে তোমার বাস
মিষ্টি মধুর হাসির বাহার
ঠোঁটে রয় যে বারোমাস।


কাজলা আঁখির ঐ আড়ালে
কতইনা যাদু রয় লুকিয়ে,
তোমার কণ্ঠের সুরের টানে
পরান আমার যায় হারিয়ে।