ক্ষণ কালের অতিথি ভবে, চিরকালের নই আমি
চলেই যখন যেতে হবে, জীবনটা আর কই দামী।।


রঙ্গ রসের এই ভুবন মাঝে
মত্ত রইলো মন কত কাজে।।
কোন অলখে যায় কেটে বেলা
বুঝিনি কখনো বুঝিনি আমি


জীবনটা আর কই দামী……


কত কিছু চাহে এই মন এইনা দুনিয়ায়
অসম্ভবকে চায় পেতে সে তীব্র কামনায়-
কত কিছু চাহে এই মন এইনা দুনিয়ায়...


চাওয়া পাওয়ার খেলার মাঝে
ডুবে রইলো মব সকাল সাজে।।


অবুঝ এ মন বুঝেনা কেন আর
বেলা শেষে থাকবেনা এ পাগলামি...


জীবনটা আর কই দামী……
ক্ষণ কালের অতিথি ভবে,চিরকালের নই আমি
চলেই যখন যেতে হবে,জীবনটা আর কই দামী।।