যখন তুমি চেয়েছিলে অবসর কিংবা
সাময়িক দুরত্বের একটুখানি দ্বিধাহীন আশ্বাস
তখুনি আমি বুঝে নিয়েছিলাম এ দুরত্ব সামান্য নয়
এ যেন দীর্ঘ সমুদ্রের এপারওপারের আলোআঁধারির ছল
ইচ্ছে করেই নিজেকে গুটিয়ে নেয়ার মায়াবী কৌশল
যে চোখে তোমার শুধুই থাকতো স্বপ্ন আঁকা
যেথায় আমি নির্দ্বিধায় নিমিষেই হারাতাম শর্তহীন
নিঃসঙ্কোচে যে আঁখি থাকতো পলকহীন আমারি আঁখিতে
সেই চিরচেনা আঁখি'র তাকানোর ভিন্নতায় পুলকিত হই
প্রশ্ন করি নিজেকে খুঁজি উত্তর কেন ও আঁখি বর্ণহীন
বুকের মাঝে যে ঝড় উঠেছিল তার
ছিটেফোঁটাও দিইনি বুঝিতে সয়েছি একাকী সে ভার
তাই স্বেচ্ছায় দিয়েছি ডুব নিঃসীম নিঃসঙ্গতায়
থেকেছি মৌন হৃদয়ে অনন্ত হাহাকার
মুক্তির আস্বাদনে যবে তৃপ্ত মনে বলেছিলে বিদায়