বাজারের বড় মাছটার দিকে নজর দেয়না আর
গরীব অসহায়,মনের অজান্তেই আশা ত্যাগ দিয়ে
রেখেছে - কী আশ্চর্য প্রস্তুতি.........


মেনেই নিয়েছে জীর্ণশীর্ণ জাতি গোষ্ঠী
এ খেলা বিজয়ের নয় সুদখোর আর ঘুষখোরের-
চক্করে বড় কর্তারা রাজি.....


যায় যাক্ সবই, পচুক মরুক আমার কী তাতে
আসন আমার পাক্কা, নইলে কেল্লাফতে...


দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধগতি আমার কী আর
হয় ক্ষতি, বোনাস বেতন ব্যাংকেই জমা...
সবই যে কেলোর কেরামতি..
প্রধান শহরে আয়েশে থাকি এসি বিদ্যুৎ সবই রয়
গ্রামীন মূর্খ চাষার জীবন কী আর আমার হয়?