কিছুই না মানার
বলিষ্ঠ অঙ্গীকার,
ছিল এতই তোড়জোড়-
এতটাই তৎপরতা ছিলো সব কিছু ছেড়ে যাওয়ার,


কেন চলে গেলে???
গাণিতিক অপরিপক্ক থাকায় আজও পারিনি মেলাতে সে হিসাব,ভাঙনের খেলায় কোন ঢেউ এসে ভেঙে দিয়ে গেলো আমার জীবন নদীর কূল,
সে কার ভুল? কোন ভুল?
দৃষ্টির সীমানা পেরিয়ে গিয়ে মনের মুক্তি কী পেলে?


কেন চলে গেলে???
চলে গেলেই বুঝি জীবনের প্রশ্ন থেকে মুক্তি মেলে?


না! কোন অভিযোগ আজও নেই আমার,আমার সকল শূন্যতা,আমার অপ্রাপ্তি,অতৃপ্ত হৃদয়ের অনন্ত ক্ষুধা,না পাওয়ার তীব্র হাহাকার যবে কাব্য হয়ে ফুটে উঠে আমার কবিতার পাতায়, তখুনি আমার বিরহ- কাতর হৃদয়ে তোমার উপস্থিতি জানান দিয়ে যায় অসীম ভাবনায়, হৃদয় মাঝে অনন্য প্রশান্তি অনুভূত হয় আর ভাবি মনে এই বুঝি ফিরে এলে……


জানি, প্রতীক্ষিত কামনার যবনিকা টেনে দিয়েছিলে
সেই দিনের সেই প্রহরের শেষ বিকেলে…


তবুও প্রশ্ন অশেষ, কেন চলে গেলে?