তোমার পথের সাথি হতে নাইবা পেলাম
চলার পথে শুধু একটিবার চেয়ে যেয়ো,
তোমার হাতের উষ্ণ পরশ নাইবা পেলাম
ও হাতের ছিন্ন পাপড়ি খানি ফেলে যেয়ো।


তোমার মায়াময় মুখের তৃপ্ত হাসির রেখা
নাইবা পেলাম হতে এ জনমে আর বার ।।
তোমার গোলাপ রাঙা ঐ অধর কোণে  
এক চিলতে হাসির ঝিলিক রেখে দিও...


তোমার হাতের উষ্ণ পরশ নাইবা পেলাম
ও হাতের ছিন্ন পাপড়ি খানি ফেলে যেয়ো…


তোমার ঐ লাজ নত আঁখির গোপন কথা
এ জনমে কদাপি নাইবা হলো আর জানা।।
তীব্র অভিমানে যদি আসে নয়ন জলে ভরি
আঁচল তলে মুখ লুকিয়ে দুহাতে মুছে নিও….


তোমার হাতের উষ্ণ পরশ নাইবা পেলাম
ও হাতের ছিন্ন পাপড়ি খানি ফেলে যেয়ো,
তোমার পথের সাথি হতে নাইবা পেলাম
চলার পথে শুধু একটিবার চেয়ে যেয়ো।


(শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের "বন্ধু তোমার পথের সাথিকে চিনে নিও" সুরটা খুব মনে ধরেছে তাই এই
দুঃসাহস)