নির্দয় ধরণি
যেন বোবা কালা প্রতিটি মনুষ্যবোধ
রাষ্ট্র সমাজ ব্যবস্থাও নিরক্ষরতার সাক্ষী  
সবই নিয়মের বলয়ে অসহায় আত্মসমর্পণ  
রক্ত শুষে নেয়া জোঁকদের ডাঙ্গায় বিচরণ
গোগ্রাসে চেটেপুটে খাচ্ছে হায়নার দল
নির্মমতার কষা দু’ঘা বসিয়ে শাসিয়ে
গেলো এ সময় কথা বলার নয়


শুধু আশায় বাঁচি আর দ্যাখতে থাকি গাছেদের
পত্র পল্লব এখনো চিরহরিৎ