পরের ভালো সবই ভালো
ভালো কেন নয়?
পরের ধনে পোদ্দারি যার
মন্দ কথা সয়।


পরের বউ যে মিষ্টি অতি
সবার মনে লয়,
সেই মধুতে মজলে তারে
পরকিয়া কয়।


পরের ভালো সয় না গায়ে
বিবেক অপচয়,
অন্যের গর্ত খুঁড়তে গিয়ে
নিজের জীবন ক্ষয়।


পরচর্চা বদ গুন রে ভাই
প্রাণে লাগে ভয়,
জন্নাতে ঠাই হবে না,যে
গীবতকারী হয়।