নির্ঘুম রাতে নিঝুম বনে
এমনই বাঁশের বাঁশি কে বাজালে ঐ।।


না জানি তার কেমন বর্ণ
না জানি তার কোন সে ধর্ম ।
বাঁশরিয়ার সেই সুরের টানে
দাগ কেটেছে সরল প্রাণে।।
কি যে আমার করুণ দশা এই কথাটা কারে কই..


এমনই বাঁশের বাঁশি কে বাজালে ঐ...


চোখে যে আর ঘুম ধরেনা
মন যে ঘরে আর থাকেনা।
ঐ পুড়া বাঁশির করুণ সুরে
মন যে আমার ব্যকুল করে।।
পাইনা ভেবে তার এমন ডাকে ক্যামনে ঘরে রই…


এমনই বাঁশের বাঁশি কে বাজালে ঐ-
নির্ঘুম রাতে নিঝুম বনে
এমনই বাঁশের বাঁশি কে বাজালে ঐ।