দূরের উন্মুক্ত সুনীল আকাশ
একলা জাগার প্রিয় রূপালি চাঁদ
চনমন মনে পুলকে জাগায় শিহরণ
হৃদয় ছোঁয়া অনুভূতিরা ঢেউ খেলে পুনর্বার-


যে অন্তরিক্ষে চেয়ে ভুলে থাকি দুঃখ বেদন
আনমনে যাই বলে হৃদয়ের যত না বলা কথা
তাকে আজ লাগে বড়ই অচেনা
কেন এই বদলে যাওয়া? কেন এত ক্রোধ?


এতটুকু তৃপ্তির রেখা নেই আজ হদয়ের পলে
নিদহীন নিশিদিন দুর্বিষহ যাপিত জীবন
নিজেরে হারাই আর সাধ্যমতো খুঁজে বেড়াই


কি বেদনে ক্ষয়ে যায় অম্বরের বুক
কোন সে শাপে ভরা পূর্ণিমায় নক্ষত্রের পতন
সময়ের স্রোতে বাড়ে হৃদয়ের অসুখ!