৪৬.
বেণুর বনে কে তুলিলো আজকে রাতের মধুর সুর
সুরের তানে নিবিড় টানে ঝড় উঠে আজ অন্তঃপুর,
আমি নারী গলায় ফাঁসি বাইরে যাবার নাই উপায়
বন্ধ করো বিষের বাঁশি করুণ সুরের হৃদয় চোর।


৪৭.
আজকে রাতে হাসনাহেনা ফুটছে আমার মন বাগান
গন্ধে মাতাল হৃদয় বেতাল ক্যামনে সামাল দিই পরান,
প্রাণেশ্বরী এই নিশিথে বাঁধবে আমায় ফুলের ডোর
খুশির ধারা নামলো ধরায় বিভোল আজি শিরিন প্রাণ।


৪৮.
সাত সরসীর প্রেম পিয়াসা জাগলো আজি বুকে সই
হৃদয় মাঝে উথাল পাথাল সে কী এবার এলো ওই?
পদধ্বনি কাহার শুনি আপনি ভাসে মোর শিয়র
নির্ঘুম রাতে একলা জাগি নিশি জাগার সাথী কই?


৪৯.
আসবে বলে খুশবু ছিটাই মোর আঙিনার চারিধার
তাহার গলায় পরাবো আজ গেঁথেছি সই মণিহার,
নির্ভয়ে প্রাণ সঁপিবো তায় কাটবে মনের সব আঁধার
তার খুশিতেই হৃদয় উজার ভয় কাটে সব হারাবার,


৫০.
এসো এসো প্রাণের সখা মিটাও প্রাণের তৃষ্ণা মোর
অভাগীর প্রেম কবুল করো ঝরিয়োনা আঁখির লোর,
প্রত্যাশা সব তোমায় ঘিরে কাটাবো আজ সুখের রাত
আঁধার নিশি কাটবে আজি দেখবো দুজন নূতন ভোর।