৫৯.
জীবন আমার বৃথাই গেলো আরাম আয়েশ খুঁজে ভাই
স্বার্থের দৌড়ে ছুটে সদাই আপনা পর সব যে হারাই,
দুর্দিনে আজ তুমি ছাড়া কে আছে আর আপন মোর
অঘোরে রাত যায়গো কেটে চেতন বেলার সাথি নাই।