আমি না হয় করেছিলাম ভুল,সখি
তোরা'তো ছিলিই কাছে,তবে কেন-
দিসনি বলে সে আমার ভুল,সে আমার ভুল।।


মিথ্যা অহংকারে ফিরায়েছি তারে
বুঝিনি সে ক্ষত রবে মোর অন্তরে।।
সাধ করে যে আমি হারিয়েছি কূল--


সে আমার ভুল,সে আমার ভুল---


যাবার বেলায় সে কতইনা অভিমানে
আকুল নয়ানে চেয়েছিল মুখপানে।।


হয়তো তাহার অনেক কথাই ছিলো জমা
নীরবে নিঃশব্দে যেন করে গেলো ক্ষমা।।
তবুও পারিনি বুঝিতে তার হৃদয়ের তুল..


সে আমার ভুল,সে আমার ভুল....
আমি না হয় করেছিলাম ভুল,সখি
তোরা'তো ছিলিই কাছে,তবে কেন-
দিসনি বলে সে আমার ভুল,সে আমার ভুল।।