সত্যেরা মার খায়
সত্যবাদীরাই চেয়ে চেয়ে দ্যাখে
দুষ্টলোকের পোড়া মগজ
মিষ্টি হেসে নেয়'রে চ্যাখে


ঝড়ের তাণ্ডবে গাছেদের মৌন সম্মতি
নিজে ভাঙে অপরকেও জড়ায়
হাভাতের দল ভারী সদা
কলেমার দেয় দোহাই মিষ্ট মোল্লায়


অশুচি বিরাজিত যার দেহ মনে
শত গঙ্গাস্নানে তারে শুদ্ধ করে কী প্রকারে
লীলায় মত্ত অন্তরাত্মা
শুদ্ধ শুচির বড়াই মহা সাধকের জ্ঞানে