সবুজে ঘেরা প্রকৃতির চির সজীবের বুকে নেমে
আসবে ক্লান্তিহীন নির্মল ভোর,প্রত্যাশার চেরাগ-
জ্বালি নিভুনিভু শিখায় আগামীর স্বপ্নগুলোকে
তা দিয়ে শানিত করে বসে আছে খুলে দোর।


সবুজের প্রান্তরে সোনালি ফসলের উঁকিঝুঁকি
রোদ মাখা সোনা সোনা হাসি,সুখের স্বপ্ন জাগে-
আধপেটে দিনাতিপাত করা গ্রামীণ বঁধুর,চোখের
জল মুছে এক চিলতে হাসি সুখ দুয়ারে ভাসি।


নতুন কাপড় পড়বে সবে আসবে যাবে আত্মীয়
নিমিষেই যায় অতীত দুখ ভুলি,পিঠা পুলির স্বাদ-
জিবের ডগায় মুখে তৃপ্ত রেখা ফোটে,কৃষকের
প্রাণে উত্তাল ঢেউ তরঙ্গে যায় হৃদয় দুয়ার খুলি।