দিনমনি উঠে প্রাতে নিশি বক্ষ ফাঁড়ি,
লাঙ্গল জোয়াল কাঁধে চলো তাড়াতাড়ি।
ঘোচাতে দীনতা গৃহে ছাড়ো অলসতা,
শ্রমে ঘর্মে গড়ো ভাগ্য আনো সফলতা।


আলস্য পুষিলে তবে ওষ্ঠাগত প্রাণ,
দুর্ভোগে বাড়িবে ঋণ দুখ অফুরান।
অকর্মে ক্ষয়িষ্ণু সবি নিষ্ফল বাঞ্ছন
ললাটের দোষ খোঁজা মিছে অকারণ।


পরিশ্রম বিনা যার সুখ অন্বেষণ,
দিনশেষে বাসা বাঁধে কঠিন জীবন।
আয়েশী জীবন ছেড়ে কর্মে নামে যিনি,
নিঃশেষে সফলতার ছোঁয়া পান তিনি।


কঠোর শ্রমে যাহার নিবিষ্ট মনন
আখেরে প্রশান্তি হৃদে সেই সুখী জন।