ওগো দূর গায়ের রূপসী ললনা
কী নামে ডাকিব তোমায় বলনা (২)


মাধবী মালতি নাকি মনিকা
মল্লিকা মাধুরী না অনামিকা (২)
না না অনামিকা যদি নাই হবে
তবে কী তুমি নামহীনা-


কী নামে ডাকিব তোমায় বলনা
ওগো দূর গায়ের রূপসী ললনা।


ওগো কোমল মতি ডাগর নয়না
আপন রূপে তুমি হয়েছো ধন্যা-
ওগো কোমল মতি ডাগর নয়না।


তোমার নাম যাই হউকনা কেন
ডাকিব তোমায় আমি সুবর্ণা (২)
লোক লাজ ভয় ধার ধারিনা
পড়েছি প্রেমে তাই এই বায়না-


কী নামে ডাকিব তোমায় বলনা
ওগো দূর গায়ের রূপসী ললনা-
কী নামে ডাকিব তোমায় বলনা।