মাগুরার মেয়ে আছিয়া,
চোখে ছিল যে স্বপ্ন-পিয়া।
পড়তে চেয়েছিল খুব,
থামল সবই হঠাৎ রূপ।
দুর্বৃত্ত এল পাশ কাটিয়ে,
ভয় ছড়ালো বুক দুলিয়ে।
চিৎকারে কাঁপল আকাশ,
তবু ছিল না কেউ পাশ।
পত্রিকাতে নামটা উঠলো,
সামাজিক দেওয়ালে ফুটলো।
তারপর সবাই চুপচাপ,
ভুলে গেল সেই প্রতিবাদ!
আছিয়া আজও বাঁচে বলে,
প্রতিবাদ নেই এই টলে।
নবতর আছিয়ার তরে,
জাগো হে জাতি, দাঁড়াও গরে!