ভালোবাসি কেন বলো কল্পনাতে
বাস্তবে করো আমায় অবহেলা।
কল্পনাতে আমায় কাছে টানো
বাস্তবে কেন দুরে দুরে চলা।।


হাত রাখো হাতে কল্পনাতে
বাস্তবে কেন যায় না ছোঁয়া।
অমৃত তুমি কেন কল্পনাতে
বাস্তবে সিগারেটের ধোঁয়া।।


বুক রাখো বুকে কল্পনাতে
বাস্তবে কেন তুমি দুরে থাকো।
সুখের পরশ দাও কল্পনাতে
বাস্তবে কেন দুঃখের ছবি আঁকো।।


কল্পনাতে দাও ঠোঁটের স্পর্শ
বাস্তবে কেন কোন কিছু নয়।
কল্পনাতে হৃদয় উজার করা প্রেম
বাস্তবে কেন পুঁড়ো হৃদয়।।


কল্পনাতে কেন এতো কিছু
বাস্তবে নেই কোন আয়োজন।
কল্পনাতে তুমি আমি মিশে একাকার
বাস্তবে কেন এতো ব্যবধান।।
  
                                            (স্বরচিত)