কোঁকরানো চুল মাথায় তার
            মুখে খোঁচা খোঁচা দাড়ি।
অলিতে গলিতে ঘুরে সে
            পথেই যেন তার বাড়ি।।


ছেঁড়া ময়লা শার্ট প্যান্ট তার
            আবোল তাবোল বলে কথায়।
সব সময় তার মুখে থাকে হাসি
            সুখে দুঃখে কিংবা ব্যাথায়।।


যখন যা মিলে তাই খায় সে
             পঁচা কিংবা বাসি খাবার।
অসুখ বিসুখ হলেও তার
            দরকার হয় না চিকিৎসার।।


তারে ঢিল ছুঁড়ে খোঁচা মারে
            পাড়ার দুষ্ট অবুঝ শিশুর দল।
ছোট বড় সবাই মিলে ডাকে
            এক নামে তারে পাগল পাগল।।
              
                                            (স্বরচিত)