ঘুম এখন সোনার হরিণ দেয়না ধরা সহজে
যেমনটি দিস নি ধরা তুই শুরুর সেই ক্ষনে.
রাতের গভীরতা একটু বাড়তেই যে চোখ আমার
নিদ্রায় হতো টলমল, নিদ্রাহীন সেই চোখ আজ জ্বলে ছলছল। অন্ধকার এই রাতে নীরবতা সঙ্গী আমার
হেরেছে আমার ভালবাসা, জয় হল তোর ছলনার.
জেগে থাকা রাত গুলো অনেক বেশি বড়, নিদ্রাহীন
এই চোখের নীচে দাগ পড়েছে কালো।
চারদিকে ঘন অন্ধকার অপেক্ষায় ভোর, কস্ট সেটা না হয় আমারই থাকুক, কিন্তু সুখ গুলো যেন হয় তোর।।