মাঝি রে তোর বইঠা খানা
একটু হাতে নে
তোর জন্য বসে আছি
আমরা আঁধারে


রাতের আঁধার পড়ে গেছে
চোখে আলো   নাইরে
তুই না এলে আলোর কাছে
কি করে বল যাই রে


মাঝি রে তোর বইঠা খানা
একটু হাতে নে
তোর জন্য বসে আছি
আমরা আঁধারে


ওই পারে তে যাবো মোরা
একটু নিয়ে চল না
পথ দেখিয়ে  তুই মোদের
পৌঁছে একটু দে না


মাঝি রে তোর বইঠা খানা
একটু হাতে নে
তোর জন্য বসে আছি
আমরা আঁধারে


           এস , এ , রবিন