যদি কোন শিশির ভেজা প্রভাতে
আসতে চাও তুমি এই সুর বিহারে;
দখিনা বাতায়ন খুলে বসে থাকবো
দূর ধূসর বনানী পথের বাকে।


ইচ্ছে করে যদি আসবে উদাস দুপুরে
রোদেলা তৃয়াস প্রান নিয়ে শ্রান্তিতে;
ছায়া হরিণ সাজিয়ে রাখবো বর্নিলতায়
কলকল ঝর্ণার মৃদু মাদল শুনবে অনিবার।


চাও যদি আসতে গোধূলির নিমগ্নতায়
কাঁশ ঘেরা নদীর কূলে মিলবে অভিসার;
বিহঙ্গের জয়ধ্বনি আর বারিধারার ছন্দে
খুজে পাবো শান্তি_সুখের সুসার।


এমন যদি হয় আসবে সাঁঝের বেলায়
দেখবো তোমায় আবছা আধাঁরে রহস্যতায়;
তখন দ্বীপ জ্বেলে যাবে জোনাকীর দল
থেমে আসবে প্রকৃতির ব্যাকুলতা।


না হলে যদি আসো নিঝুম রাতে
যখন ঘুমিয়ে আছে পৃথিবী;
প্রেম রসে সিক্ত করে তব ঠোট
এসো হে_নিরালায় এই মধুর অভিসারে।