আমি মেঘ ছুঁতে চেয়েছি
চাইনি তোমার চোখের ধূসর কুহেলি;
আমি শান্ত বৃষ্টি চেয়েছি
চাইনি তোমার অশ্রুর বিক্ষুব্ধ তটিনী।
অবাধ বিচরিত বেলাভূমি চেয়েছি
চাইনি তোমার হৃদয়ের বিশুষ্ক মরুভূমি;
চেয়েছি দখিনা নির্মল বাতাস
চাইনি নি:শ্বাসে তোমার আগুনের ফুলকি।
সূর্যোদয়ের রক্তাক্ত আকাশ চেয়েছি
চাইনি তোমার মলিন মুখের বর্নহীন ছায়া;
চেয়েছি কবিতার মত জীবন
চাইনি জীবন নিয়ে কোন কবিতা লেখা।