আয়নার সামনে দাড়িয়ে নিজেকে
প্রস্তুত করার প্রয়াস ব্যর্থ করে_
কর্দমাক্ত পথে হেটে গিয়েছিলাম বহুদূর।
সেখানে গাছের মগডালে ঝুলে ছিল
এক কিশোরের রঙ্গীন ঘুড়ি,
খুটিতে বাধা এক গরুর গন্ডির বাইরে ছিল
লকলকে সবুজ দুর্বা ঘাস।
আমার পাথুরে দেহে ঝর্ণা বয়ে গেল
আশ্বিনের সাদা মেঘ তখন শ্রান্ত,
একটা মথ পেয়ে গেল প্রজাপতির ডানা;
লাল বল পেয়ে চকচক করে উঠলো
মাটিতে গড়াগড়ি খাওয়া শিশুটির দুটি চোখ।
আমি আর এমন কি প্রানী_
কি ক্ষমতা আছে আমার?
ডিম থেকে বের হয়েই এক শালিক ছানা
ডানা মেলে দিলো সীমাহীন শূন্যতায়।