তোমার দেয়া গোলাপের পাপড়ী
পড়ে রইলো আমার ঠোটে;
পবনের পথে বাদলও গেল
বাট হারালো তটিনী তটে।
রোদও কি তুমি চেয়েছিলে
চোখের মাঝে সিন্ধু বীচি;
লোহিত জলে ডুবে আমি
হয়ে উঠি শ্বাশত শূচি।
আমার পায়ে ভর দিয়ে
প্রথম যেদিন মেঘ ছুঁলে;
সেদিনই গোলাপের টব ভরেছিলো
শ্রাবনের বৃষ্টির শীতল জলে।