আমি হাত দিয়ে ছুঁতে পারিনি তোমায়
অথচ মেঘ ছুঁয়ে এসেছি সহস্রবার,
তুমি কি মেঘের উপরে থাকো_
বাতাস কি ছুঁতে পারে তোমায়?
তবে আমি উড়বো বাতাসের গালিচায়
ধরবো রোদের ডানা,
নক্ষত্রের দুয়ার খুলবো
হেটে যাবো শত অজানায়।
তবুও তোমাকে আমার ছুঁতেই হবে
তনু মনু প্রাণ ক্রমে দুর্নিবার,
ছোঁয়াছুয়ির আদিম নেশায় উন্মাদ
নাকি তুমি থাকো আঙ্গুলের ডগায়?