বেদনার গিরিমালার উচ্চতা বাড়ছে ক্রমে
কান্নার স্রোত ঝর্ণা হয়ে বইছে শত ধারায়;
অথই অর্ণবে ক্ষেপেছে প্রলয়ঙ্করী ঝড়
বাতাস ভারী হয়ে গেছে কালো ধোঁয়ায়।
অবৈধ স্থাপনার মত ভেঙ্গেছো স্বপ্নমহল
ফুলেল মালঞ্চে মরু সাহারার হাহাকার;
বিধ্বস্ত হৃদয় সম্মোহিত অকাল দুর্যোগে
যতনে আঁকা সে ছবি নিমিষে নিরাকার।
কালের বিবর্তন নয়,চোখের পলকে
কালো অলকে ঢেকে গেল চুম্বকীয় চোখ;
হলুদ খামটি পড়ে রইলো বদ্ধ ড্রয়ারে
অশ্রু জলে ভেসে উঠলো আপনার মুখ।
যদি চলে যেতে দৃষ্টির সীমানা পেরিয়ে
কুড়িয়ে নিতাম ধ্বংসস্তূপের খড়কুটো;
তোমার সব পথ আমার পথের সমান্তরালে
প্রতিনিয়ত আঘাত হানবে কষ্টের হিংস্র মুঠো।
আমার বেদনার এ নীলগিরিতে শুধু একবার
চুপিচুপি ঘুরে যেও কোন গহন নিশিতে;
দেখে যেও আমিও এক উন্নত নীলগিরি
তৃয়াসায় বিষ পান করে তব অধর হতে।