কতদিন দিয়ে যাবো সান্তনা
পোষমানা এ হৃদয়টাকে;
ক্ষুধিত-তৃষিত শুষ্ক প্রানটাকে
কি করে বাচাবো ধরাবুকে।


এ যে অন্যায়-মিথ্যাচার-অত্যাচার
থেমে থেমে জীবন অস্ত প্রায়;
এলোনা তবু সে শেষ দিন
সন্ধ্যাগুলো দীর্ঘশ্বাস ফেলে যায়।


অবুঝ মনটা বুক বাধে নব রবির
বুঝেনা বঞ্চিতের আধার কাটে না;
কত উঠলো রবি-শশী
সে আধার কভু মুছে না।


এখানে কান্নাগুলো চুপসে গেছে
থেমে গেছে লাঞ্চনার আহুতি;
ঐতো ধেয়ে আসছে কালো রাত
শেষ হবে অপেক্ষার আরতী।