অবুঝ মন মানেনা বাস্তবতার ক্ষন
অপ্রাপ্তির শূন্য মাঠে বাজায় প্রত্যাশার হর্ন;
প্রস্তর চিরে নদী সৃজনের হিম্মত বুকে
অথচ হেথায় ঝিলকে উঠে অগ্নীগিরি।
ধ্বসে পড়লো মেঘের উপরের বাড়ী
আবেগের সাথে বিবেকের আড়ী;
আর কি হবে শরীরের মন্থন
শিরায় শিরায় অযাচিত শীৎকার।
মন্থর হয়ে আসে বিশ্বাসের অহংকার
গর্জে উঠে ক্রমে অশ্রুর পারাবার,
ফুলটা বুঝি ঝড়েই গেল
আর নড়ে উঠলো মস্তিষ্কের পোঁকা।