কে দিবে তব বাগীচায় জল
ছেটে দিবে কে আগাছা?
পুষ্প পাদপ নুয়ে পড়েছে ঝড়ে
নজর ফেলবে না তাতে কেউ তা।
নিজের ধরনী সাজাও নিজে
সুন্দর করো যত পাড়ো;
চলার পথে যাতনা শত
তবুও একাই চলতে শেখো।
কার হাত ধরবে তুমি_
সে হাতে সূচ গাথাঁ;
ফুল ফুটাতে চাও যদি
অপেক্ষা নয় কারও লাগি।
ভুবন তোমার,জীবন তোমার
বৈঠা তোমার হাতে ধরা;
চালাও তরী অতি তড়ি
এ যুগে সব স্বয়ংবরা।