অতপর সকাল হলো
এই সকালে একটা পাখিও ডাকেনি
গা ছুঁয়ে যায়নি প্রভাতী সমীরনে;
বকুল ফুল কুড়ানোর প্রবৃত্তি জাগেনি
নেই আম বাগানে যাবার তাড়া।
একটি সকাল বদলে দিল একটি যুগ
শৈশবের দিনগুলো হয়ে গেল স্মৃতি;
জীবন এখন পৃথিবীর প্রাচীন নিগড়ে ধরা।