রঙ্গীন চশমা ভালে তুলে
পৃথিবীকে ভাবো রঙ্গীন সংসার;
অথচ তোমার চলার পথে দেখনি_
হাত বাড়িয়েছে কঙ্কাল।
বুটাঘাতে পিষো,তুমি ধন্য,
অকৃতজ্ঞতার গভীর তলে-তুমি কৃতঘ্ন;
স্বার্থের রাহুগ্রাসে তুমি অমানুষ
শুধু আপনাতেই নিমগ্ন।


কবির কলমে তুমি কলঙ্কের কালি
হাড্ডিসার মানুষের হৃদয়ের অভিশাপ;
বিশাল পর্দায় একে দিলাম কালো মুখ
এবার নিজেকে থামাও।