সেই হাত তো নেই, যারে পাবো হাত বাড়ালে,
কষ্টগুলো লুকিয়ে রাখি স্ফীত হাসির অন্তরালে।
প্রাণের চেয়ে প্রিয়ই যখন হয়ে যায় প্রাণঘাতক,
অভিমানে যন্ত্রনার আবরনে মোড়াই আপাদমস্তক।
বিপন্ন এ সমাজে বিবর্ন পরিবারের বিচিত্র মেলা,
আবছা আধারে জল ঘোলা করার আজব খেলা।
ভালোবাসার বক্ষ ভিটায় গজে উঠি বিষবৃক্ষ,
বীভৎস্য বাস্তবতা হয়ে উঠে বিবেকের প্রতিপক্ষ।
মস্তিষ্কের গহনে কুটকুট করে কামড়ায় বিষাক্ত পোঁকা,
শ্বাশত আয়নাটাও যেন অবলীলায় দিয়ে যায় ধোকা।
অতিষ্ঠ এ মানব জনম, নিকৃষ্ট জীবনধারা,
আপনজনার বেড়াজালে বড় নি:সঙ্গ এ সর্বহারা।