বৃথায় জ্বালাইলাম পিরিতের রস
তাতিলোনা নলেন গুড়
বাঁকা লাকড়িতে ভাঙ্গিল উনুন
স্বপ্ন হইলো চুর।


মোটা বালির ধারায় দিলাম বালি
ভোতা গাছির দা-তে,
নরম চোখে কাটিলাম চোখ
হয় কি মিষ্টি তাতে।


তাইতো নলেন হইলো ঘোলা
না জমে হলো চিটে
ভোতা গাছির রসের মন
দৈন্য দায়ের হাটে।


                                                  রচনাকাল
                                                 খুলনা থানা
                                              ০১/১২/২০১৯ খ্রিঃ