হয়ত এ পথ হারাবে সীমানা
যেখানে আধারের বন
রাতের তারা জোনাকি হবে
নিঝুম ছমছম ক্ষণ।


নিভে যাওয়া বাতি
ধোয়াটে উৎকন্ঠা
নাসিকা সংকুচিত শ্বাস
অক্সিজেনে সংকুলান
হৃদপিন্ড মিলান
ভূতুরে আত্মার ত্রাস।


ঘৃনার পদচিহ্ন সকল
ঢেকে দিও নতুন ধুলাতে
ক্ষমাটুকু রেখ ভাগাড়ে
বাসি ভাঙ্গা কুলাতে।


        পোস্তগোলা
        ঢাকা।
        ১৬.০৩.২০২৩