নিকটিনের ধোঁয়া, যেন কুয়াশা
ভিজেছে প্রতীক্ষার পদ্ম
স্বপ্ন বাতাশ করছে হা-হুতাশ
তুলছে মরমী শব্দ।


জল-ঘুর্নীপাকে, বজরা বিপাকে
ছিড়েছে নোঙ্গরের রশি
দাপুটে মেঘদল, করছে কোলাহল
ডুবেছে জোসনা, শশী।


বৈরী সময়, ডাকছে আমায়
ঝড়- ঝঞ্ঝার সুরে
মায়াবী এ ভবে, ফেলে রেখে সবে
নির্বাসন যত দুরে।


                                         রচনাকাল
                                         ১১/১০/২০১৭
                                         খুলনা থানা